×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীকে গুলি করে হত্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২৩, ১১:১২ এএম

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীকে গুলি করে হত্যা
মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে একটি সম্ভাব্য ডাকাতির চেষ্টার সময় ২২ বছর বয়সী এক বাংলাদেশি শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গেল বুধবার ভোররাতে সম্ভাব্য গাড়ি ও অর্থ ছিনতাইয়ের সময় রোমিম উদ্দিন আহমেদ নামক ওই শিক্ষার্থীকে গুলি করা হয়। নিহত ওই শিক্ষার্থীর বাড়ি বাংলাদেশের চট্টগ্রামের মিরসরাই উপজেলায়। রোমিম কম্পিউটার বিজ্ঞানে উচ্চশিক্ষার জন্য ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। যুক্তরাষ্ট্রে নিজের ভরণপোষণের জন্য একটি গ্যাস স্টেশনে খণ্ডকালীন কাজ করতেন তিনি। ঢাকার মার্কিন দূতাবাস নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে এবং অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য এ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছে। রোমিমের বড় ভাই রিয়াজ উদ্দিন আহমেদ তার ভাইকে হারিয়ে শোক প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেছেন যে হামলাকারীরা সম্ভবত তার ভাইকে তার গাড়ি এবং অর্থের জন্য টার্গেট করেছিল। তিনি বলেন, এ ঘটনায় পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এবং ময়নাতদন্ত শেষ হওয়ার পরই মরদেহ বাংলাদেশে ফেরত পাঠানোর পরিকল্পনা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক একজন বাংলাদেশি সাংবাদিকের বরাত দিয়ে বিএনএন জানিয়েছে, রোমিম গ্যাস স্টেশনে কাজ করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তার পার্ক করা গাড়ি দখল করার চেষ্টা করে। তিনি তাদেরকে মোকাবিলা করতে গেলে তাদের একজন তাকে গুলি করে। পরে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, দেশটির আইনশৃঙ্খলাবাহিনী বর্তমানে জাটভিয়ান স্কট নামে ১৯ বছর বয়সী সন্দেহভাজনকে খুঁজছে, যিনি এই ঘটনার সাথে জড়িত বলে মনে করা হচ্ছে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App