×

আন্তর্জাতিক

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, সাবেক সিনেটরসহ নিহত ৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২৩, ১১:২২ এএম

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, সাবেক সিনেটরসহ নিহত ৬

ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় এক বিমান বিধস্তের ঘটনায় বিমানটির চালকসহ পাঁচ রাজনীতিবিদ নিহত হয়েছেন।

বুধবার (১৯ জুলাই) এ দুর্ঘটনা ঘটে।এতে সাবেক সিনেটর নোহোরা টোভারও প্রাণ হারান। খবর এনডিটিভির।

নিহত পাঁচজন রাজনীতিবিদই সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট আলভারো উরিবের সেন্ট্রো ডেমোক্রেটিকোর সদস্য ছিলেন।

এক টুইটার বার্তায় সেন্ট্রো ডেমোক্রেটিকো জানান, বিমান দুর্ঘটনায় সাবেক সিনেটর নোহোরা টোভার, বিভাগীয় আইন প্রণেতা ডিমাস ব্যারেরো, পদপ্রার্থী গভর্নর এলিওডোরো আলভারেজ এবং ভিলাভিসেনসিও পৌর কাউন্সিলর অস্কার রদ্রিগেজের মৃত্যু হয়েছে।

এদিকে বিমান দুর্ঘটনার ঘটনায় বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো তার টুইটার বার্তায় শোক প্রকাশ করেছেন।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, পার্টিতে অংশগ্রহণের জন্য রাজনীতিবিদ রা লাভিসেনসিও থেকে বোগোটা যাচ্ছিলেন।তবে কী কারণে বিমান বিধ্বস্ত হয়েছে তা জানার জন্য তদন্ত শুরু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App