×

আন্তর্জাতিক

তাজমহলের দেয়াল ছুঁয়েছে যমুনার পানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৩, ০৯:৩২ পিএম

তাজমহলের দেয়াল ছুঁয়েছে যমুনার পানি

বৈশ্বিক স্থাপত্যশিল্পের অনন্যসাধারণ নিদর্শন তাজমহলেও ভারতে সাম্প্রতিক ভয়াবহ বন্যার আঁচ পড়েছে। যমুনার পানি আগ্রার তাজমহলের দেয়াল ছুঁয়েছে। ৪৫ বছর পর সোমবার (১৭ জুলাই) স্মৃতিস্তম্ভটির পেছনের একটি বাগান ডুবির ঘটনা ঘটেছে। ভারী বর্ষণ ও পাশের এলাকায় বন্যার কারণে যমুনার পানির উচ্চতা বেড়ে যাওয়ায় এমনটা হয়েছে।

নদীর জলের স্তর ৪৯৭ দশমিক ৯ ফুটে পৌঁছেছে, যা বন্যার নিম্নস্তর ৪৯৫ ফুটকে ছাড়িয়ে গেছে। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য নিশ্চিত করেছে। তবে ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কোনো প্রকার ক্ষতিসাধন হয়নি বলে দাবি করেছেন স্থানীয় কর্মকর্তারা।

তাজমহলের কাছেই আগ্রার দশেরা ঘাটসংলগ্ন এলাকা প্লাবিত হয়েছে। ইতিমাদ-উদ-দৌলার সমাধির বাইরের অংশেও পানি প্রবেশ করেছে। রামবাগ, মেহতাববাগ, জোহরাবাগ, কালা গুম্বাদ এবং চিনি কা রৌজার মতো স্মৃতিস্তম্ভগুলো ঝুঁকির মধ্যে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App