×

আন্তর্জাতিক

চীনে গুরুত্ব পেলেন না জন কেরি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৩, ০৩:০৮ পিএম

চীনে গুরুত্ব পেলেন না জন কেরি
জলবায়ু বিষয়ক আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জন কেরিকে পর্যাপ্ত সহযোগিতা করছেন না চীনা নেতারা। তারা মার্কিন এ কূটনীতিকের আবেদনে কোন গুরুত্ব দেননি এবং তাকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শুধুমাত্র ভিডিও বৈঠকের প্রস্তাব দিয়েছেন। কেরির প্রতি এ আচরণ মূলত ওয়াশিংটনের প্রতি চীনের ক্রমবর্ধমান শীতল আচরণের বহি:প্রকাশ ঘটেছে। প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত হিসেবে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ফরেন রিলেশনস কমিটির সাবেক চেয়ারম্যান কেরির নিয়োগকে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে চীনের একটা সম্পর্ক তৈরীর সুযোগ হিসেবে চীন প্রথমে স্বাগত জানিয়েছিল। ভিডিও কনফারেন্সে চীনের স্টেট কাউন্সিলর ওয়াং কেরির যুক্তি প্রত্যাখ্যান করে বলেন, জলবায়ু সমস্যা এতটা গুরুত্বপূর্ণ নয় যে তা রাজনীতিকেও অতিক্রম করে যাবে। কেরি তার বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, আলোচনা 'খুব গঠনমূলক' ছিল এবং তিনি চীনের কর্মকর্তাদের 'খুব সরাসরি' বলেছেন যে তাদের নতুন কয়লা কারখানা নির্মাণ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আন্তর্জাতিক প্রচেষ্টায় বাধা সৃষ্টি করছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ওয়াং কেরিকে বলেছেন- ওয়াশিংটন 'চীনের প্রতি বড় কৌশলগত ভুল' করার জন্য দায়ী এবং জলবায়ু সমস্যা অন্যান্য কূটনৈতিক বিষয় থেকে বিচ্ছিন্ন করা যাবে না। মায়ামি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক জুন টিউফেল ড্রেয়ার বলেন, চীন যা বলছে তা হল জলবায়ু সংক্রান্ত বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করার তাদের কোনো ইচ্ছা নেই। ড্রেয়ার বলেন, বেইজিং যা চায়, তা হলো তাইওয়ান, দক্ষিণ চীন সাগর, নৌ চলাচলের স্বাধীনতা এবং অন্যান্য অনেক বিষয়ে ছাড়। কিন্তু তিনি মনে করেন না যে বাইডেন প্রশাসন সেইসব ক্ষেত্রের কোনটিতেই ছাড় দিতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App