×

আন্তর্জাতিক

তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২৩, ১০:২৮ পিএম

তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার

রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি দিমিত্রি মেদভেদেভ। ফাইল ছবি

ইউক্রেনকে ন্যাটো সামরিক সহায়তা দেয়ার অর্থ তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা বাড়িয়ে তোলা। এমনটাই বলেছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি দিমিত্রি মেদভেদেভ।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর দুই দিনের শীর্ষ সম্মেলনের প্রথম দিন মঙ্গলবার (১১ জুলাই) এ মন্তব্য করেন তিনি। খবর রয়টার্সের।

‘পুরোপুরি উন্মত্ত পশ্চিমারা অন্য কিছু বয়ে আনতে পারেনি প্রকৃতপক্ষে, এটা শেষ পরিণতি। তৃতীয় বিশ্বযুদ্ধ ঘনিয়ে আসছে’ - দিমিত্রি মেদভেদেভ, ডেপুটি সেক্রেটারি, নিরাপত্তা পরিষদ, রাশিয়া

এমন সময় মেদভেদেভ এ মন্তব্য করলেন, যখন লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে ন্যাটোর শীর্ষ সম্মেলন চলমান রয়েছে। এ সম্মেলনে রাশিয়ার বিরুদ্ধে লড়াইরত ইউক্রেনকে আরো সামরিক ও আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে একাধিক দেশ। পাশাপাশি, ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেয়ার বিষয়টিও সম্মেলনে তুলে ধরা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App