×

আন্তর্জাতিক

সুদানে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ২২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৩, ০৯:৫৬ এএম

সুদানে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ২২
সুদানের রাজধানী খার্তুম সংলগ্ন শহর ওমদুরমানে সেনাবাহিনীর বিমান হামলায় কমপক্ষে ২২ জন প্রাণ হারিয়েছেন। শনিবার খার্তুমের স্বাস্থ্য মন্ত্রণালয় এই হতাহতের খবর দিয়েছে। এও জানিয়েছে, আহতের সংখ্যা অগণিত। দেশটির সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে বলেছে, বিশেষ বাহিনীর সদস্যরা ২০ বিদ্রোহী সৈন্যকে হত্যা করেছেন এবং তাদের অস্ত্র ধ্বংস করে দেয়া হয়েছে। খবর রয়টার্সের এর আগে গত মাসে খার্তুমে বিমান হামলায় পাঁচ শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়। উল্লেখ্য, গত ১৫ এপ্রিল থেকে সুদানে গৃহযুদ্ধ শুরু হয়। আধাসেনাকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা নিয়ে এই সমস্যার সূত্রপাত। যা থেকে সেনা ও আধাসেনা প্রধানের মধ্যে বিবাদ শুরু হয়। সেই সংঘাত শুরু হওয়ার পর রাজধানী খার্তুম, ওমদুরমান এবং বাহরির নিয়ন্ত্রণ নিয়েছে ব়্যাপিড সাপোর্ট ফোর্সেস। আরএসএফের আধিপত্য বিস্তারের পর থেকে এসব এলাকায় প্রতিনিয়ত বিমান হামলা শুরু করে সেনাবাহিনী। সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গৃহযুদ্ধে এখনও পর্যন্ত ১ হাজার ১৩৩ জনের মৃত্যু হয়েছে। ২৯ লাখের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। এর মধ্যে প্রায় ৭ লাখ মানুষ প্রতিবেশি দেশগুলোতে পালিয়ে গেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App