×

আন্তর্জাতিক

বেইজিংয়ের সমালোচনায় যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৩, ১১:৪৫ এএম

বেইজিংয়ের সমালোচনায় যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী
চীনের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার বেইজিং পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন। বেইজিংয়ে গিয়ে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের কয়েকটি কোম্পানির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া এবং গুরুত্বপূর্ণ কিছু খনিজ পদার্থ রপ্তানিতে নতুন বিধিনিষেধ আরোপ করায় চীনের সমালোচনা করেছেন ইয়েলেন। সম্পর্ক মেরমত করতে চীনে গেলেও জনসম্মুখে এক বক্তব্যে তিনি বলেছিলেন, চীনের অন্যায় বাণিজ্যচর্চার বিরুদ্ধে ওয়াশিংটন ও এর পশ্চিমা মিত্ররা নিজেদের অবস্থানে অটল থাকবে। শুক্রবার চীনের প্রধানমন্ত্রী লি খাখিয়াংয়ের সঙ্গে বৈঠক করেন ইয়েলেন। সেখানে তিনি লি কে বলেন, আমরা সুষ্ঠু নিয়মবিধি মেনে চীনের সঙ্গে সুস্থ (বাণিজ্য) প্রতিযোগিতা চাই। যেখানে কোনও এক পক্ষ সুবিধা নেবে না বরং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে দুই দেশই লাভবান হতে পারবে। ওদিকে, ইয়েলেনকে চীনের প্রধানমন্ত্রী লি বলেন, সহযোগিতা জোরদার করাটাই চীন এবং যুক্তরাষ্ট্রের জন্য সত্যিকারের প্রয়োজন এবং সঠিকভাবে বেছে নেয়ার জিনিস। যাতে দুই দেশের সম্পর্কে স্থিতিশীলতা আসে এবং ইতিবাচক শক্তি সঞ্চার হতে পারে। এদিকে,ইয়েলেন টুইটারে জানান, আমি বেইজিং-এ চীনা কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আনন্দিত। আমরা একটি সুস্থ অর্থনৈতিক প্রতিযোগিতা চাই যা আমেরিকান কর্মী এবং সংস্থাগুলোকে উপকৃত করে বৈশ্বিক চ্যালেঞ্জগুলোতে সহযোগিতা করতে পারে। ইয়েলেন আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রশাসনকে আমাদের দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে যোগাযোগ গভীর করার দায়িত্ব দিয়েছেন। আমি আমার সফরের সময় তা করার অপেক্ষায় রয়েছি। অর্থ মন্ত্রকের কর্মকর্তারা সফরের আগে বলেছিলেন, ইয়েলেন বিশ্ব অর্থনীতিকে স্থিতিশীল করার পাশাপাশি ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সময় রাশিয়ার প্রতি চীনের সমর্থনকে চ্যালেঞ্জ করার বিষয়ে আলোচনা করবেন। ইয়েলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সাথে সাক্ষাৎ করবেন- এমন কোন পরিকল্পনা নেই। গত মাসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের বেইজিং সফরের পরে তিনি এবার এ সফরে আসেন। রবিবার তার এই সফর শেষ হবে। এ সপ্তাহের শুরুতে ইয়েলেন যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূত জি ফেং-এর সঙ্গে দেখা করেছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App