×

আন্তর্জাতিক

পশ্চিম তীরে ইসরাইলের হামলায় নিহত ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৩, ১২:১০ পিএম

পশ্চিম তীরে ইসরাইলের হামলায় নিহত ৪

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলের হামলায় চারজন নিহত হয়েছেন। এর মধ্যে বিমান হামলায় তিনজন এবং অপর একটি ঘটনায় রামাল্লাহ শহরে ইসরায়েলি সেনাদের গুলিতে অপর এক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এছাড়া, বিমান হামলায় বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে সেখানকার বাসিন্দারা ও কর্মকর্তারা। খবর আলজাজিরার।

স্থানীয় বাসিন্দারা বলছেন, সোমবার সকালে কমপক্ষে ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়ে গেছে ও ধ্বংসস্তূপ থেকে এখনো ধোঁয়া উড়ছে।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্টের পরিচালক মাহমুদ আল-সাদী বলেন, জেনিনে বিমান থেকে বোমা নিক্ষেপ করা হয়েছে, মনে হচ্ছে ভূপৃষ্ঠে যুদ্ধ শুরু হয়ে গেছে। এ ঘটনায় অনেক ঘরবাড়ি বোমা হামলার শিকার হয়েছে ও পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী বলেন, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App