×

আন্তর্জাতিক

ভাগনার বিদ্রোহের মুখে পুতিন কোথায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২৩, ০৮:৪৫ পিএম

ভাগনার বিদ্রোহের মুখে পুতিন কোথায়

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি

রুশ ভাড়াটে সেনাদল বাগনার বিদ্রোহ ঘিরে উত্তপ্ত সমগ্র রাশিয়া। রাজধানী মস্কো অভিমুখে রওনা হয়েছে ভাগনার যোদ্ধারা, এমন খবরও দিচ্ছে সংবাদমাধ্যমগুলো। এমনকি মস্কো শহরের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। তবে দেশের এমন সংকটকালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোথায় অবস্থান করছেন, তা জানতে উদ্গ্রীব সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগের মাধ্যমে এ বিষয়ে মুখরোচক আলোচনাও হচ্ছে।

পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ বার্তা সংস্থা তাসকে বলেন, ‘পুতিন মস্কো শহরে আছেন এবং ক্রেমলিনে বসে কাজ করছেন।’ খবর বিবিসির।

তবে সামাজিক যোগাযোগের মাধ্যমে পুতিনের অবস্থান নিয়ে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে বলে জানানো হয়েছে। ফ্লাইটরাডার ট্র্যাকিং সার্ভিসের বরাতে নেটিজেনদের কেউ কেউ বলছেন, দেশের উত্তর-পশ্চিম অঞ্চলের উদ্দেশে মস্কো ছেড়েছে পুতিনের বিশেষ বিমান। এরপর উত্তর-পশ্চিমে টিভের শহরের কাছে ট্র্যাকিং সার্ভিস থেকে বিমানটি অদৃশ্য হয়ে যায়। তবে সেই বিমানে পুতিন ছিলেন কিনা তা জানা সম্ভব নয়।

এছাড়া, মস্কোর লেক ভালদাইতের বাড়িতে পুতিন অনেক সময় পার করে থাকেন। তবে সেখানেও স্থায়ীভাবে বসবাস করেন না তিনি।

এর আগে গতকাল শুক্রবার এক অডিও বার্তায় রাশিয়ার সশস্ত্র বাহিনীর নেতাদের ‘ক্ষমতাচ্যুত’ করার হুমকি দেন ভাগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিন। তিনি বলেন, ‘তারা (রুশ বাহিনী) আমাদের বিভিন্ন সেনাশিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় আমাদের অনেক সহযোদ্ধার মৃত্যু হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App