×

আন্তর্জাতিক

আরো একটি শহর দখল ভাগনারের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২৩, ০৫:৫০ পিএম

আরো একটি শহর দখল ভাগনারের

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ওয়াগনার গ্রুপের প্রধান অলিগার্চ ইয়েভজেনি প্রিগোজিন। ফাইল ছবি

একসময়ের মিত্রই এখন পুতিনের মাথাব্যথা!

ইউক্রেন সীমান্ত পার করে এবার রাশিয়া ভূখণ্ডে বড়সড় অভিযান চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠী ভাগনার গ্রুপ। একসময়ের মিত্র গ্রুপটিই পুতিনের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এখন।

শনিবার (২৪ জুন) ইউক্রেন সীমান্তের অদূরে পশ্চিম রাশিয়ার গুরুত্বপূর্ণ শহর ভোরোঞ্জ দখল করেছে রুশ ধনকুবের ব্যবসায়ী অলিগার্চ ইয়েভজেনি প্রিগোজিনের মালিকানাধীন ভাড়াটে যোদ্ধা বাহিনী। এমনটাই উঠে এসেছে বেশ কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে। খবর আনন্দবাজার পত্রিকার।

আরো পড়ুন: ভাগনার বিদ্রোহীদের দখলে রাশিয়ার দক্ষিণাঞ্চলের সেনা দপ্তর

এর আগে শুক্রবার ইউক্রেন সীমান্তবর্তী রোস্তভ-অন-ডন শহরের দখল নেয় ভাগনার গ্রুপ। এ পরিস্থিতিতে আজ (শনিবার) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার জাতির উদ্দেশে এক ভাষণে বলেন, ভাগনার বাহিনীর প্রধান প্রিগোজিন একজন ‘বিশ্বাসঘাতক’। তার বাহিনী দক্ষিণ রাশিয়ায় অত্যাচার চালাচ্ছে। যথাসময়ে সমুচিত জবাব দেয়া হবে।

আরো পড়ুন: ভাগনার গ্রুপের বিদ্রোহ: যা বললেন পুতিন

অপরদিকে, ভাগনার গ্রুপের প্রধান প্রিগোজিন এক অডিও বার্তায় দাবি করেন, রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশে তাদের অভিযান চলবে। যদিও ভাগনার যোদ্ধারা সত্যিই ইউক্রেন সীমান্তবর্তী এলাকা নিয়ন্ত্রণে নিয়েছেন কিনা, সে বিষয়ে এখনো রুশ সরকার কিছু জানায়নি। তবে এ খবর সত্যি হলে ইউক্রেনে মোতায়েনকৃত কয়েক লাখ রুশ সেনা বিপদের সম্মুখীন হতে পারে বলে সামরিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন। সে ক্ষেত্রে কারণ হিসেবে অস্ত্র ও রসদ সরবরাহের পথই বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

একসময়ের পুতিনের মিত্র হোটেল ব্যবসায়ী প্রিগোজিনের ওই ভাড়াটে বাহিনী রুশ সেনার অংশ নয়। কিন্তু গত দেড় বছর ধরে ধারাবাহিকভাবে তারা রুশ বাহিনীর সহযোগী হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নিয়েছে। অতীতে লিবিয়া, সিরিয়া, মোজাম্বিক, সুদানের মতো দেশে গৃহযুদ্ধেও লড়েছে ভাগনার গ্রুপ।

গত কয়েক মাস ধরে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু ও সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে ইউক্রেন যুদ্ধের কৌশল নির্ধারণকে কেন্দ্র করে মতবিরোধ চলে আসছিল প্রিগোজিনের। রুশ সেনা পরিকল্পিতভাবে‌ ওয়াগনার যোদ্ধাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিল বলেও অভিযোগ করে আসছিলেন তিনি। এবার সরাসরি মস্কোর বিরুদ্ধে অস্ত্র তুলে ধরেছে প্রিগোজিনের ভাড়াটে যোদ্ধারা। এ পরিস্থিতিতে শনিবার ভাগনার প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ক্রেমলিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App