×

আন্তর্জাতিক

ভাগনার বিদ্রোহীদের দখলে রাশিয়ার দক্ষিণাঞ্চলের সেনা দপ্তর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২৩, ০৫:৩২ পিএম

ভাগনার বিদ্রোহীদের দখলে রাশিয়ার দক্ষিণাঞ্চলের সেনা দপ্তর

ছবি: সংগৃহীত

ভাগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন জানিয়েছেন, রাশিয়ার দক্ষিণাঞ্চলের রুস্তোভ-অন-ডন শহরের সামরিক সদর দপ্তরে আছেন। শহরটির সব সামরিক স্থাপনা তার বাহিনীর দখলে বলেও দাবি করেছেন তিনি।

টেলিগ্রামে পোস্ট করা নতুন ভিডিওবার্তায় ইয়েভগেনি প্রিগোজিন বলেছেন, রুস্তোভ-অন-ডন শহরের সব সামরিক স্থাপনা ওয়াগনার গ্রুপের দখলে।’ খবর এএফপি, এনডিটিভির।

ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। এতে দেখা যাচ্ছে, রুশ সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলের সেনা সদর দপ্তরে বিচরণ করছে ভাগনার সেনারা। আর সেটির ভেতর অবস্থান করছেন ইয়েভগিনি প্রিগোজিন। এই সদর দপ্তরটি রোস্তোভ-ওন-দোন বিভাগে অবস্থিত।

এক ভিডিও বার্তায় প্রিগোজিন বলেছেন, আমরা এখানে এসেছি। আমরা চিফ অব জেনারেল স্টাফ ও সোইগুর সঙ্গে দেখা করতে চাই। যতক্ষণ তারা না আসছে, আমরা এখানে থাকবো, আমরা রোস্তোভ অবরুদ্ধ করবো ও মস্কোর দিকে অগ্রসর হবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App