×

আন্তর্জাতিক

ভাগনার গ্রুপের বিদ্রোহ: যা বললেন পুতিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২৩, ০৩:১৮ পিএম

ভাগনার গ্রুপের বিদ্রোহ: যা বললেন পুতিন

রাশিয়ার মিলিশিয়া বাহিনী ভাগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের কথিত বিদ্রোহী তৎপরতাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এসময় তিনি বলেন, রাজধানী মস্কো ও অন্যান্য বেশ কয়েকটি অঞ্চলে এখন একটি সন্ত্রাসবিরোধী ব্যবস্থা চালু রয়েছে। ওয়াগনার সেনাদের নাম উল্লেখ না করে পুতিন বলেন, রুশদের প্রতারণার মাধ্যমে অপরাধমূলক দুঃসাহসিক কাজে জড়ানো হয়েছে।

বিদ্রোহীদের তৎপরতাকে ‘পিঠে ছুরি মারা’ বলে উল্লেখ করে তিনি বলেন, ‘রাশিয়ার ভবিষ্যৎ হুমকির মুখে। কারও কারও উচ্চাকাঙ্ক্ষা তাদেরকে গভীর রাষ্ট্রদ্রোহিতার দিকে নিয়ে যাচ্ছে।

ভাগনার গ্রুপের প্রধান প্রিগোজিনের দিকে ইঙ্গিত করে এ কথা বললেও তার নাম উল্লেখ করেননি রুশ প্রেসিডেন্ট। রাশিয়াকে রক্ষা করার অঙ্গীকার করে পুতিন আরো বলেন, সংকট মোকাবিলায় সব ধরনের প্রয়োজনীয় আদেশ দেয়া হয়েছে।

এদিকে, ওয়াগনারের প্রধান ইভজেনি প্রিগোজিন রোস্তভ-অন-ডন শহরে দেশটির দক্ষিণাঞ্চলীয় সামরিক বাহিনীর সদর দফতরে প্রবেশ করেছেন দাবি করে ভিডিও পোস্ট করা হয়েছে।

ভাগনার অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে প্রিগোজিন বলেন, আমরা সকাল সাড়ে সাতটায় রাশিয়ার সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলের সদর দপ্তরে রয়েছি। বিমানঘাঁটিসহ রোস্তভের সামরিক সুবিধাগুলো আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

ভিডিও বার্তায় প্রিগোজিন জানান, তার সেনারা শহরটি অবরুদ্ধ করবে ও রাজধানী মস্কোর দিকে এগিয়ে যাবে- যতক্ষণ না প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু ও জেনারেল ভেলেরি গেরাসিমোভ তাদের সঙ্গে দেখা করতে না আসছেন।

এর আগে ক্রেমলিন প্রিগোজিনকে ‘অস্ত্রধারী বিদ্রোহী’ বলে অভিযুক্ত করার কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্রোহ ঘোষণা করেন তিনি।

শুক্রবার (২৩ জুন) এক অডিওবার্তায় ভাগনার প্রধান বলেন, রুশ বাহিনী আমাদের বিভিন্ন সেনা শিবিরের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলায় আমাদের অনেক সহযোদ্ধা সেনা সদস্যের মৃত্যুও হয়েছে। এ কারণে ভাগনারের সর্বোচ্চ নির্বাহী ফোরাম কমান্ডার্স কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে, সামরিক নেতৃত্বের হাত থেকে রাশিয়াকে অবশ্যই রক্ষা করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App