×

আন্তর্জাতিক

কীভাবে ডুবল টাইটান ডুবোযান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২৩, ১২:২৩ পিএম

কীভাবে ডুবল টাইটান ডুবোযান
কীভাবে ডুবল টাইটান ডুবোযান

টাইটানের যাত্রীরা

আটলান্টিক সাগরে ডুবে থাকা টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়েছিলেন তারা। ডুবে যাওয়া জাহাজ দেখতে গিয়ে নিজেরাই সাগরের গভীরে তলিয়ে গেছে। তিনদিন ধরে টানা খোঁজাখুঁজির পর অবশেষে মার্কিন উপকূল রক্ষী বাহিনী নিশ্চিত করেছে যে সেই টাইটান ডুবোযানে যতজন ছিলেন তাঁরা সকলেই মারা গেছেন। কিন্তু কীভাবে ঘটল এই দুর্ঘটনা। কীভাবে সমুদ্রের গর্ভে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল টাইটান ডুবোযান। কোন সমস্যার কারণে এই করুন পরিণতি তারও ব্যাখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা। যে পরিমাণ অক্সিজেন নিয়ে সাবমেরিনটি গিয়েছিল সেই অক্সিজেন শেষ হয়ে যায়। এর জের ধরেই এমন দুর্ঘটনা ঘটেছে। গত তিনদিন ধরে সাগর তোলপাড় করে টাইটানিক সাবমেরিনের খোঁজে তল্লাশি চালাচ্ছে মার্কিন উপকূল রক্ষী বাহিনী। গতকাল অভিশপ্ত টাইটানিকের পাশে টাইটান ডুবোযানের কোনও বস্তু পড়ে থাকতে দেখেন তাঁরা। তার ভিডিও তুলে আনেন। তারপরেই তাঁরা নিশ্চিত করে জানান, সমুদ্রের অতলে সলিল সমাধি হয়েছে টাইটানিক সাবমেরিনের। ডুবে যাওয়া জাহাজ টাইটানিক দেখার জন্য সাবমেরিনটি তৈরি করেছিল এক মার্কিন সংস্থা। ওসেনগেট নামে একটি সংস্থা টাইটানিক জাহাজ সমুদ্রের গভীরে দেখতে নিয়ে যাওয়ার জন্য এই সাবমেরিনটি তৈরি করে। প্রথমে সবটা ঠিকই ছিল। সমুদ্রের ১৬শ' ফুট গভীরে নিয়ে গিয়েছিল এই সাবমেরিন। কিন্তু দুর্ভাগ্যবশত সমুদ্রের গভীরে প্রবেশ করতেই এই সাবমেরিনের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে কন্ট্রোলরুম। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সাবমেরিনটি তৈরিতেই গলদ ছিল। সেকারণে সমুদ্রের গভীরে যত প্রবেশ করেছে সাবমেরিনটি তত তার উপর পানি চাপ বেড়েছে। সেই পানির চাপ নিতে পারেনি টাইটানিক সাবমেরিন। তার জেরেই এই বিপত্তি। বৈজ্ঞানিক ভাষায় এই ত্রুটিকে বলা হচ্ছে ক্যাটাস্ট্রপিক ইমপ্লোশন। [caption id="attachment_442133" align="aligncenter" width="700"]কীভাবে ডুবল টাইটান ডুবোযান টাইটানের যাত্রীরা[/caption] টাইটানিকের পাশে এই ডুবো জাহাজের ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গিয়েছে। মার্কিন কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে সেই ডুবোজাহাজের সব যাত্রী মারা গেছে। চালক থেকে শুরু করে যাত্রীরা কেউ আর বেঁচে নেই। এই অপ্রত্যাশিক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে তারা। টাইটানিক সাইটের চারপাশে ধ্বংসাবশেষের পাঁচটি বড় টুকরো শনাক্ত করেছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড। যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড ধারণা করছে, মারাত্মক বিস্ফোরণে টাইটানের সকল ক্রু মারা গেছেন। নিখোঁজ হওয়া টাইটান ডুবোযানটি যে কোম্পানি চালায় সেই ওশানগেটের এক সাবেক কর্মকর্তা ২০১৮ সালেই এর নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App