×

আন্তর্জাতিক

পেন্টাগন পেপারস ফাঁসকারী ড্যানিয়েলের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২৩, ০২:৪০ পিএম

পেন্টাগন পেপারস ফাঁসকারী ড্যানিয়েলের মৃত্যু

ড্যানিয়েল এলসবার্গ। ছবি: সংগৃহীত

আলোচিত মার্কিন নথি ‘পেন্টাগন পেপারস’ ফাঁস করা ড্যানিয়েল এলসবার্গ মারা গেছেন। শুক্রবার ৯২ বছর বয়সে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। ভিয়েতনাম যুদ্ধ নিয়ে মার্কিন প্রশাসনের ওই নথি ফাঁস করে আলোচনায় এসেছিলেন এলসবার্গ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। মার্কিন নৌবাহিনীর সাবেক এ সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে রবার্ট।

খবরে বলা হয়েছে, ইউএস নেভির সাবেক সদস্য এলসবার্গের গত ফেব্রুয়ারিতে ক্যানসার ধরা পড়ে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার ক্যালিফোর্নিয়ার কেনসিংটনের নিজ বাড়িতে তার মৃত্যু হয়।

ড্যানিয়েলের ছেলে রবার্ট এক টুইটে বলেছেন, আমার প্রিয় বাবা ড্যানিয়েল এলসবার্গ শুক্রবার মারা গেছেন। চার মাসে আগে তার অগ্ন্যাশয়ের ক্যানসার ধরা পড়েছিল।

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে ১৯৬০-এর দশকের মাঝামাঝি সময়ে এলসবার্গকে ভিয়েতনামে পাঠানো হয়েছিল। সেখানে গিয়ে অবস্থান করে তিনি ভিয়েতনাম যুদ্ধ পর্যবেক্ষণ করেন। একপর্যায়ে তিনি বুঝতে পেরেছিলেন যে, মার্কিন সেনাবাহিনীর পক্ষে এ যুদ্ধে জেতা সম্ভব নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App