×

আন্তর্জাতিক

কলকাতা বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২৩, ১০:৫৫ পিএম

কলকাতা বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে

বুধবার রাতে ভারতের কলকাতা বিমানবন্দরে আগুন লাগে। ছবি: সংগৃহীত

ভারতের কলকাতা বিমানবন্দরে আগুন লেগেছে।

বুধবার (১৪ জুন) রাত নয়টা ২০ মিনিটে বিমানবন্দর থেকে বেরোনোর ৩ (এ) নং গেটের কাছে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই ধোঁয়ায় গোটা চত্বর ভরে যায়। বিমানবন্দরের পাঁচটি ও দমকলের চারটি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আনে। খবর আনন্দবাজার পত্রিকার।

খবর পেয়েই ঘটনাস্থলে দ্রুত ফায়ার সার্ভিসের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে যায় আরো দুটি ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছায় বিপর্যয় মোকাবেলা দলও। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ এখনো সরকারি ভাবে পর্যন্ত আগুন লাগার কারণ জানাননি। তবে সূত্র জানিয়েছে, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

রাত সোয়া নয়টার দিকে ৩ (এ) গেটের কাছে সিকিউরিটি চেকিংয়ের জায়গায় ১৬ নং ডিপার্চার কাউন্টারের পাশ থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীদের কয়েক জন জানিয়েছেন। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দর চত্বরে। তবে দমকলের দু’টি ইঞ্জিন আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App