×

আন্তর্জাতিক

ইউক্রেনকে ন্যাটোতে চায় না ন্যাটোভুক্ত ১০ দেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২৩, ০২:২৫ পিএম

ইউক্রেনকে ন্যাটোতে চায় না ন্যাটোভুক্ত ১০ দেশ
সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে মরিয়া ইউক্রেন এদিকে নেটোর ১০ দেশ ইউক্রেনকে এই জোটের সদস্য হিসেবে দেখতে চায় না। রবিবার (১১ জুন) ফেসবুকে দেওয়া এক পোস্টে দেশটির প্রেসিডেন্ট দপ্তরের উপপ্রধান ইগোর জভকা এ কথা বলেন। তিনি জানান, এই জোটের ৩১ দেশের মধ্যে ২০ দেশ এরই মধ্যে সদস্য হওয়ার জন্য ইউক্রেনের আবেদনের প্রতি সমর্থন জানিয়েছে। জোটে সদস্যপদ পাওয়ার জন্য ইউক্রেনকে সমর্থন করতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে একটি চুক্তি সই করার পর জভকা এ ফেসবুক পোস্ট করেন। তিনি জানান, এ পর্যন্ত ইউক্রেনের সদস্যপদ পাওয়ার প্রচেষ্টার প্রতি ১০ দেশ সমর্থন জানাতে অস্বীকার করেছে। অন্যদিকে ন্যাটোর অনেক সদস্যই মনে করে, ইউক্রেন এই জোটের সদস্য হলে প্রতিটি দেশ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য হবে। কারণ ন্যাটো জোটের আর্টিক্যাল ফাইভে বলা হয়েছে, জোটের কোনও সদস্য দেশ অন্য কোনও দেশ দ্বারা আক্রান্ত হলে জোটভুক্ত সব দেশ হামলাকারী দেশের বিরুদ্ধে একযোগে যুদ্ধ করবে। আগামী মাসে লিথুয়ানিয়ায় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। তার আগে জেলেনস্কির দপ্তরের উপপ্রধান এসব কথা বলেন। তবে কোন কোন দেশ এই সদস্যপদের বিরোধিতা করছে তিনি তা পরিষ্কার করেননি। উল্লেখ্য, ইউক্রেন ন্যাটোতে যোগ দেয়ার আগ্রহের কারণেই গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া সেখানে অভিযান শুরু করে। রাশিয়ার এ অভিযানের উদ্দেশ্য হিসেবে ডনবাস অঞ্চলের মানুষের মুক্তির কথা বললেও তার আসল উদ্দেশ্য ইউক্রেনকে ন্যাটো থেকে বিরত রাখা তা অনেকটাই স্পষ্ট। তবে শুধু রাশিয়াই নয়, এমনকি ন্যাটোভুক্ত দেশগুলোরও একটি বড় অংশ ইউক্রেনকে এই জোটে দেখতে চায় না। আর এ কারণেই এত চেষ্টার পরেও ইউক্রেনের ন্যাটোতে যোগ দানের চেষ্টা কোনও আশার আলো দেখছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App