×

আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের সময় সাগরে বিধ্বস্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২৩, ০৩:৪২ পিএম

উত্তর কোরিয়ার কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের সময় সাগরে বিধ্বস্ত

ছবি: সংগৃহীত

ব্যর্থ হয়েছে উত্তর কোরিয়ার কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের প্রচেষ্টা। দেশটির তৈরি ‘চল্লিমা-১’ নামের কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের চেষ্টা করা হয় বুধবার (৩১ মে)। এ সময় রকেটের ইঞ্জিন ও জ্বালানি সিস্টেমে সমস্যা দেখা দেওয়ায় এটি সাগরে বিধ্বস্ত হয়েছে।

৩১ মে থেকে ১১ জুনের মধ্যে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের সময় নির্ধারণ করেছিল উত্তর কোরিয়া। দেশটির রকেট উৎক্ষেপণের পরপরই জাপান ও দক্ষিণ কোরিয়া তাদের বাসিন্দাদের সতর্ক করে। পরে জাপান বাসিন্দাদের জানায়, তার ভূখণ্ডে আঘাত হানার কোনো আশঙ্কা নেই। খবর বিবিসির।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ জানিয়েছে, উত্তর কোরিয়ার এটি ষষ্ঠ কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ প্রচেষ্টা ছিল। ২০১৬ সালে প্রথমবার কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের প্রচেষ্টা চালায় দেশটি। এতে সফল হলে এটাই হতো দেশটির প্রথম গোয়েন্দা কৃত্রিম উপগ্রহ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App