×

আন্তর্জাতিক

জিন্নাহ হাউসসহ সামরিক স্থাপনায় হামলার ঘটনায় ইমরান খানকে তলব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২৩, ০১:৫২ পিএম

জিন্নাহ হাউস নামে পরিচিত লাহোর কর্পস কমান্ডার হাউসসহ বিভিন্ন সামরিক স্থাপনায় গত ৯ মে হামলার পর গঠিত যৌথ তদন্তকারী দল (জেআইটি) পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে।

মঙ্গলবার (৩০ মে) স্থানীয় সময় বিকেল ৪টার সময় ইমরান খানকে কিল্লা গুজ্জার পুলিশ সদরদপ্তরে উপস্থিত হতে বলা হয়েছে। এই হামলার ঘটনায় সারোয়ার রোড থানায় করা মামলার বিপরীতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। খবর ডন-এর।

ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ, তিনি কারারুদ্ধ অবস্থায় 'জিন্নাহ হাউস'-এ হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটে উৎসাহ যুগিয়েছেন।

যৌথ তদন্ত কমিটির প্রধান লাহোরের ডিআইজি (তদন্ত) কামরান আদিল সাবেক প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে এই সমন জারি করেন।

লাহোরের পুলিশ প্রধান বিলাল সিদ্দিক কামিয়ানা ইমরান খানের বিরুদ্ধে সমন জারির বিষয়টি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App