×

আন্তর্জাতিক

শিক্ষক ফোন কেড়ে নেয়ায় হোস্টেলে আগুন, মৃত ১৯

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২৩, ০১:২১ পিএম

শিক্ষক ফোন কেড়ে নেয়ায় হোস্টেলে আগুন, মৃত ১৯
শিক্ষক ফোন কেড়ে নেয়ায় রাগে হোস্টেলে আগুন ধরিয়ে দেন এক ছাত্রী। আর সেই ভয়াবহ আগুনে পুড়ে মারা যায় ১৯ জন আবাসিক ছাত্রী। আহত হয়েছেন অনেকে। এদের মধ্যে অভিযুক্ত সেই ছাত্রীও রয়েছেন। দক্ষিণ যুক্তরাষ্ট্রের গায়ানায় ঘটনাটি ঘটে। গায়ানার তদন্তকারীরা এমনটাই বলছেন। গত মঙ্গলবার একজন শীর্ষ কর্মকর্তা এ কথা বলেছেন। রবিবার গভীর রাতে মাহদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের একটি তালাবদ্ধ ছাত্রাবাসের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেরাল্ড গউভিয়া বলেছেন, একজন সন্দেহভাজন ছাত্রী রয়েছে, যার বয়স প্রায় ১৪। একজন বয়স্ক ব্যক্তির সঙ্গে ওই ছাত্রীর সম্পর্ক রয়েছে। এই কারণে তার কাছ থেকে ফোন কেড়ে নেওয়া হয়। তখনই ওই ছাত্রী কাঠ ও কংক্রিটের তৈরি ওই ভবনে আগুন দেওয়ার হুমকি দিয়েছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা লেসলি রামসামি বলেছেন, আগুনে আহত হওয়ায় তাকে হাসপাতালে রাখা হয়েছে এবং এই সপ্তাহে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। এরপর তাকে কিশোর বন্দিশালায় রাখা হবে। কর্মকর্তারা বলেছেন, ডর্মের দরজা তালাবদ্ধ থাকায় এবং জানালায় গ্রিল থাকায় হতভাগ্য বেশির ভাগ ছাত্রী বের হতে পারেনি। ডর্মের কর্মী তার ভালোবাসা থেকেই তাদের প্রতি যথেষ্ট দায়িত্বশীল ছিলেন। অনেক ছাত্রী রাতে পালিয়ে বের হয়ে যেত। তাই তিনি একপ্রকার বাধ্য হয়েই দরজায় তালা দিতেন বলে জানান গউভিয়া। তিনি আরো বলেন, হোস্টেলকর্মী সেই সময় বিল্ডিংয়ের ভেতরে ঘুমিয়ে ছিলেন, কিন্তু আতঙ্কিত হয়ে পড়ায় সঠিক চাবিটি খুঁজে পাননি, কিন্তু পরে তিনি খুঁজে পান। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আশপাশের বাসিন্দারা মেয়েদের চিৎকারে জেগে উঠেছিল। পরে দমকল বাহিনী এসে আগুন নেভায়, কিন্তু ততক্ষণে ১৯ ছাত্রীর মৃত্যু হয়। গউভিয়া আরো বলেন, এটি একটি অত্যন্ত দুঃখজনক পরিস্থিতি। রাষ্ট্র এ ঘটনায় প্রয়োজনীয় সব সহায়তা প্রদানের জন্য প্রস্তুত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App