×

আন্তর্জাতিক

জেলেনস্কির ভাষণে শেষ হচ্ছে জি-৭ সম্মেলন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৩, ০৩:১৫ পিএম

বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট জি-৭-এর সম্মেলনে রবিবার (২১ মে) আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার ভাষণের মধ্য দিয়ে শেষ হচ্ছে এই সম্মেলন।

শনিবার (২০ মে) জোটের সম্মেলনস্থল জাপানের হিরোশিমায় এসে পৌঁছান জেলেনস্কি। কানাডা, জার্মানি, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও ইতালিকে নিয়ে গঠিত এ জোটের নেতাদের সমর্থন আদায়ের উদ্দেশ্যে অনেকটা হঠাৎ করেই জাপানে এসেছেন জেলেনস্কি। খবর আলজাজিরার।

জি-৭ জোটের নেতাদের সঙ্গে বৈঠক ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন জেলেনস্কি। এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও তার আলাদা বৈঠক করার কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App