×

আন্তর্জাতিক

কর্ণাটকে পরাজয় মেনে নিল বিজেপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২৩, ০৪:১৯ পিএম

কর্ণাটকে পরাজয় মেনে নিল বিজেপি

কর্ণাটকের মুখ্যমন্ত্রী বসভরাজ বোমাই। ছবি: টুইটার

ভারতের কর্ণাটক রাজ্যে বিধানসভা নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী বাসবরাজ এস বোমাই। তিনি বলেন, কর্ণাটকে বিজেপি সাফল্য অর্জন করতে পারেনি। খবর হিন্দুস্তান টাইমস

ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিধানসভার ২২৪ আসনের মধ্যে এখন পর্যন্ত ১২৮ আসনে এগিয়ে আছে কংগ্রেস। বিজেপি এগিয়ে আছে ৬৬ আসনে। ধর্মনিরপেক্ষ জনতা দল- জেডিএস এগিয়ে আছে ২২ আসনে। বাকি ৩ আসনে এগিয়ে আছে অন্যরা।

বাসবরাজ এস বোমাই বলেন, পূর্ণাঙ্গ ফলাফল আসার পর আমরা বিশ্লেষণ করব। একটি জাতীয় দল হিসেবে, আমরা কেবল বিশ্লেষণ করব না, বিভিন্ন স্তরে কী কী ঘাটতি বা ফাঁক রয়েছে তাও দেখব। আমারা এ ফলাফল মেনে নিয়েছে।

এদিকে দক্ষিণের এ গুরুত্বপূর্ণ রাজ্যে বিজয়ের পর বেঙ্গালুরু ও দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে শুরু হয়েছে উৎসব।

শনিবার সকাল ৮টা থেকে বিধানসভার ভোট গণনা শুরু হয়। রাজ্যের ৩৬টি কেন্দ্রে ভোট গণনা অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত বুধবার বিধানসভা নির্বাচনে মোট ৭৩ শতাংশ ২ শতাংশ ভোট পড়ে। ২০১৮ সালেও ভোটের হার ছিল প্রায় একই। গত আড়াই দশক ধরেই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা দেখেছে কর্নাটক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App