×

আন্তর্জাতিক

ইমরানের কর্মীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শাহবাজের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মে ২০২৩, ০৩:৫৬ পিএম

ইমরানের কর্মীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি শাহবাজের

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেপ্তার করার পরই দেশটিতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে ইমরান খানের সমর্থকদের ‘রাষ্ট্রীয় শত্রু’ অ্যাখ্যা দিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

পিটিআইয়ের সমালোচনা করে শাহবাজ শরিফ বলেন, দলটির কর্মীরা যে অপরাধ করছে তা ক্ষমার অযোগ্য। খবর জিও নিউজের।

তিনি বলেন, দুষ্কৃতিকারীদের কঠোর হাতে দমন করা হবে। আইন অনুযায়ী তাদের শাস্তি হবে। এ সময় তিনি পিটিআই কর্মীদের সহিংসতা বন্ধেরও আহ্বান জানান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, ইমরান খানসহ তেহরিক-ই-ইনসাফের নেতারা সেনাবাহিনীর ওপর হামলার জন্য কর্মীদের উস্কে দিচ্ছেন।

অন্যদিকে গ্রেপ্তারের একদিন পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) ইমরান খানকে ১৪ দিনের রিমান্ডে চায়।

ইমরান খানকে আদালতে তোলার আগে এনএবি সূত্র জানায়, আমরা আদালতের কাছে ইমরান খানের সর্বোচ্চ ১৪ দিনের শারীরিক রিমান্ড চাইবো। আদালত অন্তত চার-পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করবে বলে আশা করা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App