×

আন্তর্জাতিক

পাঞ্জাবে সেনা মোতায়েন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২৩, ০৪:৪৭ পিএম

পাঞ্জাবে সেনা মোতায়েন

রাওয়ালপিণ্ডিতে রাস্তায় সেনা টহল।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠছে পাকিস্তান। এ পরিস্থিতিতে আইন-শৃংখলা রক্ষায় পাঞ্জাবে সেনাবাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে জারি করা একটি নোটিফিকেশনে বলা হয়, প্রাদেশিক সরকার আলোচনার মাধ্যমে সেনা সংখ্যা, তারিখ এবং এলাকা নির্ধারণ করবে। এ বিষয়ে সিদ্ধান্তের পর সেনাদের তলব করা হবে।

তবে অনলাইন ডনের শিরোনামে যা বলা হয়েছে, তার অর্থ এরই মধ্যে সেনা মোতায়েন করা হয়েছে। শুধু পাঞ্জাব প্রদেশ থেকে পুলিশ গ্রেপ্তার করেছে প্রায় এক হাজার প্রতিবাদকারীকে।

বার্তা সংস্থা এএফপি পুলিশের বরাতে বলেছে, পাঞ্জাব প্রদেশে আইনভঙ্গকারী এবং দুর্বৃত্ত মিলে ৯৪৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ টিম। সেখানে সহিংসতায় কমপক্ষে ১৩০ জন কর্মকর্তা আহত হয়েছেন। লাহোরে সাদমান পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে পিটিআই কর্মীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App