×

আন্তর্জাতিক

সুদানে ৭ দিনের যুদ্ধবিরতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২৩, ০৪:২৯ পিএম

সুদানে ৭ দিনের যুদ্ধবিরতি

ছবি: সংগৃহীত

সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) সাত দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। প্রতিবেশী দক্ষিণ সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধরত দুই পক্ষ শান্তি আলোচনার জন্য সুদানে প্রতিনিধি পাঠাবে। তাদের পছন্দের জায়গায় এই আলোচনা অনুষ্ঠিত হবে। সুদানের সেনাবাহিনী বা আরএসএফ কেউই এই প্রতিবেদনের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি।

এর আগে সুদানে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ভলকার পার্থেস সোমবার (১ মে) জানান, দুই পক্ষ 'স্থিতিশীল ও বিশ্বাসযোগ্য' যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছে। সৌদি আরব আলোচনার সম্ভাব্য স্থান হতে পারে।

যদি সত্যিই শান্তি আলোচনা শুরু হয়, তবে সংঘাত শুরু হওয়ার পর এটি হবে দুই পক্ষের মধ্যে প্রথম বৈঠক। সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৫ এপ্রিল দেশটিতে সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন চার হাজারেরও বেশি মানুষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App