×

আন্তর্জাতিক

বুরকিনা ফাসোতে সামরিক চৌকিতে হামলা, নিহত ৩৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩, ১০:৫৫ এএম

বুরকিনা ফাসোতে সামরিক চৌকিতে হামলা, নিহত ৩৩

ছবি: রয়টার্স

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে সামরিক চৌকিতে ভয়াবহ হামলায় ৩৩ জন সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দেশটির পূর্বাঞ্চলে এ হতাহতের ঘটনা ঘটে।

শুক্রবার (২৮ এপ্রিল) বুরকিনা ফাসোর সামরিক নেতৃত্বাধীন সরকারের বরাতে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্সের।

জানা যায়, বৃহস্পতিবার সকালে বুরকিনা ফাসোর এস্ট অঞ্চলের ওগারউ-এর সামরিক চৌকি লক্ষ্য করে হামলা চালানো হয়।এতে ৩৩ জন সেনাসদস্য নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন।

তবে হামলার শিকার অবরুদ্ধ সৈন্যরা কমপক্ষে ৪০ জন ‘সন্ত্রাসীকে’ হত্যা করেছে বলে দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে। সাম্প্রতিক বছরগুলোতে বুরকিনা ফাসো জিহাদি বিদ্রোহের বিরুদ্ধে লড়াইয়ে নিয়োজিত রয়েছে এবং বৃহস্পতিবারের ওই হামলা ও প্রাণহানি দেশটিতে সেই সহিংসতার সবশেষ ঘটনা। এর আগে ২১ এপ্রিল দেশটির উত্তরাঞ্চলে অস্ত্রধারীদের হামলায় অন্তত ৬০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দেশটির ওয়াহিগৌয়া শহরের নিকটবর্তী একটি এলাকায় এ ঘটনা ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App