×

আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে যোগ দিলেন ক্রেমলিন মুখপাত্রের ছেলে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৩, ০৯:০৭ পিএম

ইউক্রেন যুদ্ধে যোগ দিলেন ক্রেমলিন মুখপাত্রের ছেলে

ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আস্থাভাজন ও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের ৩৩ বছর বয়সি ছেলে নিকোলাই পেসকভ ভাড়াটে সেনাদের গ্রুপ ওয়াগনারে যোগ দিয়েছেন বলে জানা গেছে। পেসকভ ইউক্রেনে প্রায় ছয় মাস ধরে ওয়াগনারের সঙ্গে কাজ করেছেন।

এ প্রসঙ্গে নিকোলাই পেসকভ বলেছেন, এটা আমার কর্তব্য ছিল। আমার বন্ধু এবং অন্যদের যুদ্ধে চলে যাওয়া আমি বসে বসে দেখতে পারিনি।

ওয়াগনারকে রাশিয়ায় একটি বেসরকারি সামরিক কোম্পানি বলা হয় এবং ইউক্রেনে যুদ্ধাপরাধসহ অন্যান্য অভিযোগের জন্য এর আন্তর্জাতিক কুখ্যাতি রয়েছে।

যুদ্ধে ব্যাপক লোকসানের পরে গ্রুপটি কারাগার থেকে হাজার হাজার আসামিকে নিয়োগ করেছে।

রাশিয়ান অভিজাতদের একজন হিসাবে পেসকভের যুদ্ধে যোগদানকে বিরল ঘটনা হিসেবেই দেখছেন সবাই। কারণ, অনেকেই সেনাবাহিনীতে যোগদান এড়াতে বিদেশে চলে গেছে।

নিকোলাই পেসকভ নিকোলাই চোলেস নামেও পরিচিত। তিনি সাবলীল ইংরেজিতে কথা বলেন, বেশ কয়েক বছর লন্ডনে কাটিয়েছেন। তিনি রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আরটি’র সংবাদদাতা হিসেবেও কাজ করেছেন। পেসকভ এবং তার বাবা উভয়ই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার অধীনে রয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App