×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৯ শিক্ষার্থী আহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৩, ০৬:২০ পিএম

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৯ শিক্ষার্থী আহত

রবিবার সংবাদ সম্মেলনে কথা বলছেন জ্যাসপার কাউন্টি পুলিশপ্রধান মিচেল নিউম্যান ও চিফ ডেপুটি স্কট ডানকান। ছবি: ডেইলি মেইল

যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় ৯ শিক্ষার্থীর গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। তবে ওই হামলায় কেউ নিহত হয়নি। আহতদের বিউমন্টে ক্রিস্টাস সেন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানা গেছে।

রবিবার (২৩ এপ্রিল) সকালে টেক্সাসের জ্যাসপার এলাকার একটি হাইস্কুলে আচমকাই গুলির শব্দ শোনা যায়। তবে বন্দুকধারী একজন ছিলেন নাকি একাধিক, তা স্পষ্ট করেনি পুলিশ। পড়ুয়াদের লক্ষ করে গুলি চালানো হয়।

জ্যাসপার স্কুল ডিস্ট্রিক্ট এক বিবৃতিতে বলেছে, ‘আমরা প্রথমে বলতে চাই যে, রবিবার ভোরে শহরের উত্তরে গুলি চালানোর ঘটনায় আহতদের জন্য আমাদের প্রার্থনা রয়েছে। জ্যাসপার আইএসডি এ অপরাধীদের বিচারের আওতায় আনতে তাদের তদন্তে সহায়তা করার জন্য যেকোনো উপায়ে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কাজ করছে৷’

পুলিশসূত্রে জানা গেছে, টেক্সাসের ওই স্কুলটিতে একটি অনুষ্ঠান উপলক্ষে পার্টি করছিল শিক্ষার্থীরা। সেই পার্টি চলাকালে গুলি চালানো হয়। এরপর ওই স্কুলসহ শহরের বাকি স্কুলগুলোতেও নিরাপত্তা দ্বিগুণ করেছে প্রশাসন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, টেক্সাসের স্কুলে বন্দুকধারীর হামলায় যারা আহত হয়েছেন, তাদের বয়স ১৫ থেকে ১৯ বছরের মধ্যে। কারা এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে তা খতিয়ে দেখছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সন্দেহভাজন কয়েকজনকেও। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি টেক্সাসের পুলিশ।

যুক্তরাষ্ট্রে নাগরিকদের কাছে পিস্তল রাখা আইনত বৈধ। তাই অনেকেই সঙ্গে পিস্তল রাখেন। ফলে প্রায়ই কোনো না কোনো অঙ্গরাজ্যে বন্দুক হামলার ঘটনা প্রকাশ্যে আসছে। টেক্সাসের স্কুলে রবিবার সকালে তেমনই এক হামলার শিকার হয় শিক্ষার্থীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App