×

আন্তর্জাতিক

সেলফি তুলতে গিয়ে কিশোরের মৃত্যু, কারণ খুঁজছে পুলিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৩, ১০:৫৬ পিএম

সেলফি তুলতে গিয়ে কিশোরের মৃত্যু, কারণ খুঁজছে পুলিশ

প্রতীকী ছবি

ঈদের দিন বন্ধুদের সঙ্গে চলন্ত ট্রেনে সেলফি (গ্রুপি বা গ্রুপ ফটো) তুলতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে এক কিশোরের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের পূর্বস্থলি স্টেশনের কাছে এ ঘটনা ঘটেছে।

নিহত ওই কিশোরের নাম আজাদ শেখ। ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে তার মরদেহ। শনিবার ঈদের দিন বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয় আজাদ। দুপুরে পূর্বস্থলি স্টেশন থেকে ট্রেনে ওঠে তারা। ট্রেন ছাড়তেই দরজা দিয়ে ঝুঁকে বন্ধুদের সঙ্গে সেলফি তুলতে যায় সে। এ সময় ধাক্কা খেয়ে ট্রেন থেকে পড়ে যায়। খবর হিন্দুস্তান টাইমসের।

স্থানীয়রা ওই কিশোরকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে সেখান থেকে কালনা মহকুমা হাসপাতালে স্থানান্তরের পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর পর ওই ঘটনার সময় কে বা কারা কিশোরের সঙ্গে ছিলো তা জানার চেষ্টা করছে স্থানীয় পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App