×

আন্তর্জাতিক

কলম্বিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৭

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৩, ০৪:২৩ পিএম

কলম্বিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৭

ছবি: সংগৃহীত

কলম্বিয়ার একটি কয়লা খনিতে বিস্ফোরণে সাত শ্রমিকের মৃত্যু হয়েছে। দেশটির দমকল বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, দেশটির মধ্যাঞ্চলের কুন্ডিনামার্কা অঞ্চলের দমকল বিভাগের প্রধান আলভারো ফারফান জানান, কলম্বিয়ার রাজধানী বোগোতা থেকে প্রায় ৯০ কিলোমিটার উত্তরে কুকুনুবা শহরে অবস্থিত একটি কয়লা খনিতে স্থানীয় সময় বুধবার (১৯ এপ্রিল) রাতে এ বিস্ফোরণ ঘটে।

কর্তৃপক্ষ জানায়, খনিতে গ্যাস জমে বিস্ফোরণটি ঘটতে পারে বলে তাদের সন্দেহ। আলভারো ফারফান জানান, বিস্ফোরণের পর বৃহস্পতিবার ২০ এপ্রিল ভোরে তিনজনের লাশ উদ্ধার করা হয়। এ সময় ওই চার শ্রমিককে খুঁজে পাওয়া যায়নি। পরে শুক্রবার (২১ এপ্রিল) চারজনের লাশ উদ্ধার করা হয়।

লাতিন আমেরিকার বৃহত্তম কয়লা উৎপাদনকারী দেশ কলম্বিয়ার খনিতে প্রায়ই এ ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়। বিশেষ করে, কুন্ডিনামার্কা ও দেশের মধ্য ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন অংশে অবৈধ খনিতে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App