×

আন্তর্জাতিক

রুশ তেল অর্ডার পাকিস্তানের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৩, ১০:৩০ পিএম

রুশ তেল অর্ডার পাকিস্তানের

ছবি: সংগৃহীত

রাশিয়া থেকে প্রথমবারের মতো অপরিশোধিত তেল কিনছে পাকিস্তান। এরই মধ্যে তেল কেনার অর্ডার মস্কোয় পৌঁছে গেছে। বস্তুত রাশিয়া থেকে সস্তায় তেল পাওয়ার জন্য এই পদক্ষেপ নিয়েছে নানামুখী অর্থনৈতিক সংকটের মুখে দেশটি।

রাশিয়া থেকে তেল কেনার বিষয়টি নিশ্চিত করে পাকিস্তানের তেলমন্ত্রী মোসাদ্দিক মালিক জানান, মস্কো পাকিস্তানের কাছে ছাড়ের দামে (ডিসকাউন্ট রেটে) অপরিশোধিত তেল বিক্রি করবে। খবর রয়টার্সের।

সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, নতুন চুক্তির আওতায় রাশিয়া থেকে কম দামে তেল কিনবে ইসলামাবাদ। প্রথম দফার লেনদেন যদি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়; তাহলে রাশিয়া থেকে পাকিস্তানের প্রতিদিন তেল আমদানির পরিমাণ এক লাখ ব্যারেলে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App