×

আন্তর্জাতিক

ব্রিটিশ উপপ্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৩, ০৭:০৬ পিএম

ব্রিটিশ উপপ্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা

ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী ডোমিনিক রাব। ফাইল ছবি

ঋষি সুনাকের বড় ধাক্কা

শুক্রবার (২১ এপ্রিল) ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার প্রধানমন্ত্রিত্বের আমলের সবচেয়ে বড় ধাক্কাটি খেলেন। উপপ্রধানমন্ত্রী ডোমিনিক রাব সরকারি কর্মকর্তাদের তাচ্ছিল্য করার অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

অত্যন্ত ঘনিষ্ট মিত্রদের অন্যতম নেতা ডোমিনিক রাবের পদত্যাগের ঘোষণায় বেশ বড়সড় ধাক্কার সম্মুখীন হতে হলো প্রধানমন্ত্রী সুনাককে। শুক্রবার টুইটারে পোস্ট করা পদত্যাগপত্রে ডোমিনিক রাব লেখেন, সরকারি কর্মকর্তাদের তুচ্ছ-তাচ্ছিল্য করার ঘটনা তদন্তে অভিযোগের সত্যতা মেলায় তিনি ডেপুটি প্রধানমন্ত্রী ও বিচার বিষয়ক মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

পররাষ্ট্র বিষয়ক, বিচার বিষয়ক ও ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী থাকার সময়ে কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের আটটি আনুষ্ঠানিক অভিযোগের তদন্ত হয়েছে। স্বাধীন তদন্তকারী অ্যাডাম টলি এই কাজে নেতৃত্ব দেন। ডোমিনিক রাব বলেন, ‘যদি আমি কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, থাকিআমি তদন্ত করতে বলেছিলাম এবং পদত্যাগ করতে চেয়েছিলাম। গুরুত্বপূর্ণ হচ্ছে, আমি আমার কথা রেখেছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App