×

আন্তর্জাতিক

তাইওয়ান প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৩, ০৪:১৭ পিএম

তাইওয়ান প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজ

ছবি: সংগৃহীত

চীনের বড় ধরনের সামরিক মহড়া শেষ হওয়ার পর এবার তাইওয়ান প্রণালি পাড়ি দিয়েছে মার্কিন যুদ্ধজাহাজ। এই ঘটনাকে নিয়মিত ট্রানজিট বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।

সোমবার (১৭ এপ্রিল) মার্কিন নৌবাহিনীর সপ্তম নৌবহর এক বিবৃতিতে জানায়, আর্লেই বার্ক-শ্রেণীর গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস মিলিয়াস রবিবার তাইওয়ান প্রণালি দিয়ে যাত্রা করেছে। খবর আল-জাজিরার।

এতে বলা হয়, আন্তর্জাতিক নিয়ম মেনে যুদ্ধজাহাজটি কার্যক্রম পরিচালনা করেছে। জাহাজের এই ট্রানজিট একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের প্রতি ওয়াশিংটনের প্রতিশ্রুতি প্রদর্শন করে বলেও জানানো হয়।

অন্যদিকে চীনের পক্ষ থেকে জানানো হয়, তাইওয়ান প্রণালিতে একটি মার্কিন যুদ্ধজাহাজ শনাক্ত করা হয়েছে।

চীনা সামরিক বাহিনীল মুখপাত্র কর্নেল শি ই বলেছেন, ওই এলাকার সেনারা সব সময় উচ্চ স্তরের সতর্ক অবস্থানে রয়েছে। জাতীয় সার্বভৌমত্ব-নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে দৃঢ়ভাবে রক্ষা করবে তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App