×

আন্তর্জাতিক

পাখিদের ভাইরাসে বিশ্বে প্রথম মানুষের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ০১:৩০ পিএম

পাখিদের ভাইরাসে বিশ্বে প্রথম মানুষের মৃত্যু

ছবি: আলজাজিরা

এইচ৩এন৮ বার্ড ফ্লুতে চীনে এক নারীর মৃত্যু হয়েছে। এমন ভয়ংকর তথ্যের সত্যতা নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এই প্রথম ভাইরাসটির সংক্রমণে কোনো মানুষের মৃত্যু হলো বলেও জানিয়েছে সংস্থাটি। তবে ভাইরাসের এই স্ট্রেনটি মানুষের মধ্যে সংক্রামক নয় বলেই আশ্বস্ত করেছে বিজ্ঞানীরা। খবর আলজাজিরার।

তাছাড়া এই স্ট্রেনটি সচরাচর মানুষের দেহে দেখা যায় না বলেও জানানো হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, মৃত নারীর বয়স ৫৬ বছর। তিনি চীনের দক্ষিণে গুয়াংডং প্রদেশে থাকতেন। এই ভাইরাসে এই নিয়ে তৃতীয় কোনো ব্যক্তির আক্রান্ত হওয়ার কথা জানা গেলো। তারা সবাই চিনের বাসিন্দা। বাকি দু’জন অবশ্য গত বছর আক্রান্ত হয়েছিলেন।

তবে এর আগে দু’জন আক্রান্ত হলেও মৃত্যু এই প্রথম। তবে ওই নারীর মৃত্যু সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে তার শরীরে সংক্রমণের একাধিক লক্ষণ দেখা গিয়েছিল বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। মানুষের মধ্যে সেভাবে না ছড়ালেও এইচ৩এন৮ ভাইরাসটি পাখিদের মধ্যে খুবই সাধারণ।

অন্য স্তন্যপায়ী প্রাণীদেরও এই ভাইরাসে সংক্রমিত হওয়ার কথা জানা গেছে। কিন্তু মানুষ থেকে মানুষের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই কম।

ডিব্লিউএইচও জানিয়েছে, স্থানীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে এই ভাইরাসটিকে নিয়ে তাই আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App