×

আন্তর্জাতিক

সিরিয়াকে আরব লীগে ফেরাতে সৌদির সহায়তা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ১১:২৯ এএম

সিরিয়াকে আরব লীগে ফেরাতে সৌদির সহায়তা

ছবি: রয়টার্স

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের আমন্ত্রণে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ জেদ্দা গেছেন। স্থানীয় সময় বুধবার (১৩ এপ্রিল) দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে নেয়ার ব্যাপারে সৌদি আরবের সহায়তার কথা বলা হয়। খবর-রয়টার্সের।

দুই দেশের মধ্যে দিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ব্যাপারে উভয় দেশের পররাষ্টমন্ত্রী নমনীয়তা প্রকাশ করেন।

২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। ওই যুদ্ধে সৌদি আরব সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরোধী পক্ষকে সমর্থন দেয়। এ নিয়ে দুই দেশের মধ্যে চলছে চরম বিরোধ। তবে সম্প্রতি দুই দেশের সম্পর্কের সেই বিরোধ কমতে শুরু করেছে। যুদ্ধের এক যুগ পর এই প্রথম সিরিয়ার কোনো উচ্চ পর্যায়ের কর্মকর্তা সৌদি আরব সফরে গেলেন।

এছাড়া দুই দেশের মধ্যে কনস্যুলার সার্ভিস ও ফ্লাইট চলাচল পুনরায় শুরুর ব্যাপারে পদক্ষেপ নেওয়ার বিষয়ে কথা হয়। পাশাপাশি মাদক পাচারের বিরুদ্ধে পারষ্পরিক সহযোগিতায় সম্মত হয় উভয় দেশ।

২০১১ সালে সিরিয়ায় বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলো বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করতে বিদ্রোহ শুরু করে। নানাবিধ হামলা এবং সশস্ত্র ও রাজনৈতিক আন্দোলন সত্ত্বেও ইরানের মদদপুষ্ট বাশার আল-আসাদ সরকার বহাল তবিয়তে রয়ে যায়।

তবে সৌদি আরব সিরিয়ায় বাশার আল-আসাদের সরকারকে উৎখাতের জন্য বিরোধী পক্ষকে মদদ দিয়ে আসছে।

এদিকে সৌদি-ইরান সম্ভাব্য সমঝোতার ফলে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার সুবাতাস বইতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App