×

আন্তর্জাতিক

কংগ্রেস ছেড়ে বিজেপিতে অন্ধ্রের সাবেক মুখ্যমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৩, ০৭:৫৪ পিএম

কংগ্রেস ছেড়ে বিজেপিতে অন্ধ্রের সাবেক মুখ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

দলীয় নেতৃত্ব নিয়ে বিরোধের জের ধরে ভারতীয় জাতীয় কংগ্রেস ছেড়ে চলতি বছরের মার্চে কংগ্রেস ছেড়েছিলেন ভারতের অন্ধ্রপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি। এবার দেশটির কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগদান করেছেন।

২০১৪ সালে তেলেঙ্গানা আলাদা হয়ে যাওয়ার আগে অবিভক্ত অন্ধ্রের শেষ মুখ্যমন্ত্রী ছিলেন কিরণ কুমার রেড্ডি। রাজ্য দুই টুকরা হয়ে যাওয়ার পর এর প্রতিবাদে কংগ্রেস থেকে বের হয়ে ‘জয় সাম্যকেন্ধ্র পার্টি’ নামে পৃথক দলও খুলেছিলেন তিনি, কিন্তু ভোটে সুবিধা করতে না পেরে কয়েক বছর পর আবার পুরনো দলে ফিরেছিলেন। খবর এনডিটিভির।

শুক্রবার (৭ এপ্রিল) ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) তার যোগদান ভারতীয় জাতীয় কংগ্রেসকে অস্বস্তিতে ফেলার পাশাপাশি অন্ধ্রপ্রদেশের রাজনীতিতেও নতুন মেরুকরণ হতে পারে বলে অনেক বিশ্লেষক ধারণা করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App