×

আন্তর্জাতিক

পুতিন ভুল ছিলেন: বাইডেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩, ০৪:১২ এএম

পুতিন ভেবেছিলেন ইউরোপকে বিভক্ত করে ফেলবেন। কিন্তু তিনি ভুল ছিলেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বুধবার (৫ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে ফেসবুক পোস্টে জো বাইডেন বলেন, ‘পুতিন (রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন) যখন নৃশংস আগ্রাসন শুরু করেছিলেন, ভেবেছিলেন ইউরোপ ও ন্যাটোকে বিভক্ত করে ফেলতে পারবেন। কিন্তু তিনি ভুল ছিলেন। আমাদের নতুন সদস্য ফিনল্যান্ডের শক্তি যোগ হওয়ার মধ্য দিয়ে আমরা আন্তঃমহাদেশীয় নিরাপত্তার ধারাবাহিকতা বজায় রাখবো, ন্যাটোভুক্ত প্রতি ইঞ্চি জমি রক্ষা করবো ও আমরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করবো।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App