×

আন্তর্জাতিক

অফিস বন্ধ রেখে কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি ম্যাকডোনাল্ডসের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩, ১২:৩২ পিএম

অফিস বন্ধ রেখে কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি ম্যাকডোনাল্ডসের

ছবি: বিবিসি

বিশ্বের বৃহত্তম বার্গার চেইন ম্যাকডোনাল্ডস যুক্তরাষ্ট্রে তাদের সব অফিস এ সপ্তাহে বন্ধ রেখে কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। আজ সোমবার (৩ এপ্রিল) এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, কোম্পানির বড় ধরনের পুনর্গঠনের অংশ হিসেবে করপোরেট কর্মী কমানোর এই সিদ্ধান্ত নিয়েছে ম্যাকডোনাল্ডস। খবর ওয়াল স্ট্রিট জার্নালের।

গত সপ্তাহে ম্যাকডোনাল্ডস যুক্তরাষ্ট্রে তাদের কর্মীদের সোম থেকে বুধবার বাড়িতে বসে কাজ করার নির্দেশনা দিয়ে একটি ই-মেইল পাঠায়, যাতে ছাঁটাইয়ের বিষয়ে ঘোষণাটি ভার্চুয়ালি দেওয়া যায়। তবে কতজন কর্মীর চাকরি যাবে, তা এখনও স্পষ্ট নয়।

এ বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নালের প্রশ্নের উত্তরে এক বার্তায় ম্যাকডোনাল্ডস বলেছে, “৩ এপ্রিল থেকে সপ্তাহ জুড়ে আমরা কর্মীদের দায়িত্ব বণ্টন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো জানাব।”

কোম্পানির সদর দপ্তরে ভেন্ডর ও বাইরের লোকজনের সাথে সরাসরি যেসব বৈঠক হওয়ার কথা ছিল, সেসব বৈঠকও এ সপ্তাহে বাতিল করতে বলেছে ম্যাকডোনাল্ডস।

রয়টার্স জানিয়েছে, তারা এ বিষয়ে বক্তব্যের জন্য ম্যাকডোনাল্ডসের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সাড়া পায়নি।

এই ফাস্ট ফুড চেইন গত জানুয়ারিতে জানিয়েছিল, ব্যবসায়িক কৌশল হালনাগাদ করার অংশ হিসেবে তারা তাদের কর্মীদের দায়িত্ব বণ্টন পর্যালোচনা করবে। তাতে কোনো কোনো এলাকায় কিছু কর্মী বাদ পড়তে পারেন, আবার কোনো এলাকায় কর্মী সংখ্যা বাড়ানো হতে পরে।

মূল যে পরিবর্তনগুলো আসবে, সোমবারই ঘোষণা আসতে পারে বলে ধারণা দিয়েছে রয়টার্স।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App