×

আন্তর্জাতিক

মার্কিন চাপ সত্ত্বেও বিপুল ইরানি গ্যাস কিনেছে ইরাক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ০৬:২২ পিএম

মার্কিন চাপ সত্ত্বেও বিপুল ইরানি গ্যাস কিনেছে ইরাক

ছবি: সংগৃহীত

সামগ্রিক প্রয়োজনের ২৭ ভাগ গ্যাস প্রতিবেশী দেশ ইরান থেকে কিনেছে ইরাক।

তেহরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ও তেহরানের ওপর জ্বালানি নির্ভরতা কমাতে ইরাকের প্রতি ওয়াশিংটনের চাপ সত্ত্বেও এত পরিমাণ গ্যাস ক্রয় করেছে বাগদাদ। জানা গেছে, ২০২২ সালে ইরাক প্রতিবেশী ইরানের কাছ থেকে প্রায় ২০০ কোটি ডলারের গ্যাস আমদানি করেছে। গত বছর ইরাক যে প্রাকৃতিক গ্যাস আমদানি করেছে, তার শতকরা ২৭ ভাগই নিয়েছে ইরান থেকে। খবর মেহের নিউজের।

খবরে বলা হয়, জ্বালানি কেনার ক্ষেত্রে ইরানের ওপর নির্ভরশীলতা কমানোর বিষয়ে বাগদাদকে চাপ দিয়ে আসছে মার্কিন সরকার। তবে সেই চাপ সত্ত্বেও এই বিপুল পরিমাণ অর্থ খরচ করে ইরানের কাছ থেকে প্রাকৃতিক গ্যাস কিনেই যাচ্ছে ইরাক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App