×

আন্তর্জাতিক

ইসরায়েলি বাহিনীর গোপন হামলা, নিহত ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৩, ০৮:৩২ এএম

ইসরায়েলি বাহিনীর গোপন হামলা, নিহত ৪

ছবি: আল জাজিরা

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে গোপন অভিযান পরিচালনা করেছে ইসরায়েলি বাহিনী। এসময় গুলি করে আরও ৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ মার্চ) গোপনে অভিযান চালিয়ে তাদের হত্যা করা হয় বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। খবর আল জাজিরা।

গত বছর থেকে ফিলিস্তিনের বেসামরিক এলাকায় ঢুকে হত্যার ঘটনা বেড়েছে।

বৃহস্পতিবারের ঘটনাটি ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক গোপন অভিযানের মধ্যে সবশেষ হত্যাকাণ্ড। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা।

ইসরায়েলি বাহিনীর হাতে নিহত তিন ফিলিস্তিনের পরিচয় প্রকাশ করেছে মন্ত্রণালয়। তারা হলেন- ইউসুফ শিরীম (২৯), নিদাল খাজীম (২৮) এবং ওমর আওয়াদিন (১৬)।

যদিও চুতর্থ ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, জেনিনের শরণার্থী ক্যাম্পে অভিযান পরিচালনা করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

এক প্রতিবেদনে জানা যায়, শুধু ২০২২ সালেই ইসরায়েলি অভিযানে ১৭০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হন। যাদের অধিকাংশ বেসামরিক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App