×

আন্তর্জাতিক

সেনাবাহিনীকে হতে হবে ইস্পাতের মহাপ্রাচীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৩, ০২:১১ পিএম

সেনাবাহিনীকে হতে হবে ইস্পাতের মহাপ্রাচীর

ছবি: সংগৃহীত

তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর সোমবার (১৩ মার্চ) প্রথমবার দেওয়া ভাষণে শি জিনপিং বলেন, চীনের সেনাবাহিনীকে ‘গ্রেট ওয়াল অব স্টিল’ হতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এই মন্তব্য করলেন তিনি। জিনপিং দেশটির নিরাপত্তা জোরদার করার ওপরও গুরুত্ব আরোপ করেছেন। খবর সিএনএনের।

চীনের বার্ষিক পার্লামেন্ট অধিবেশনের সমাপনী ভাষণে চীনা প্রেসিডেন্ট বলেন, নিরাপত্তা হলো উন্নয়নের ভিত্তি, স্থিতিশীলতা হলো সমৃদ্ধির পূর্বশর্ত। জাতীয় প্রতিরক্ষা এবং সশস্ত্র বাহিনীর আধুনিকায়নকে আমাদের পুরোপুরি ঊর্ধ্বে তুলে ধরতে হবে। জনগণের সশস্ত্র বাহিনীকে এমন একটি ‘গ্রেট ওয়াল অব স্টিল’-এ পরিণত করতে হবে, যা জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থের সুরক্ষাকবচ হিসেবে কার্যকর হবে।

ভাষণে স্বশাসিত দ্বীপ তাইওয়ানকে চীনের সঙ্গে একীভূত করার আহ্বান ফের তুলে ধরেন এবং হংকংয়ে স্থিতিশীলতা নিশ্চিতের আহ্বান জানান জিনপিং। তিনি বলেন, আমার সামনে মানুষের আস্থা সবচেয়ে বড় চালিকা শক্তি এবং এটিই আমার কাঁধে ভারী বোঝা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App