×

আন্তর্জাতিক

জাপানে সবচেয়ে কম শিশু জন্মের রেকর্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০২৩, ১২:৪০ পিএম

জাপানে সবচেয়ে কম শিশু জন্মের রেকর্ড

প্রতীকী ছবি

জাপানে বাৎসরিক জন্মহার ও মৃত্যুহার নথিভুক্ত করা শুরু হয়েছে ১৮৯৯ সাল থেকে। অর্থাৎ ১২৪ বছর ধরে দেশটিতে বছরে কত শিশু জন্মেছে ও কতজন মানুষের মৃত্যু হয়েছে তার হিসাব রাখা হয়।

সেই হিসাব রাখা শুরুর পর থেকে গত বছর ২০২২ সালে জাপানে সবচেয়ে কম শিশু জন্মের রেকর্ড হয়েছে। খবর জাপান টাইমসের।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২২ সালে জাপানে জন্ম নিয়েছে সাত লাখ ৯৯ হাজার ২৩৮ শিশু। ২০২১ সালের তুলনায় যা পাঁচ দশমিক এক শতাংশ কম। তবে জন্মহার হ্রাস পেলেও মৃত্যুহার আট দশমিক নয় শতাংশ বেড়েছে। গত বছর দেশটিতে ১০ লাখ ৫৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App