×

আন্তর্জাতিক

পাকিস্তানে ট্রান্সজেন্ডার সংবাদ উপস্থাপকের ওপর বন্দুকহামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৬ এএম

পাকিস্তানে ট্রান্সজেন্ডার সংবাদ উপস্থাপকের ওপর বন্দুকহামলা

ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রথম ট্রান্সজেন্ডার টেলিভিশন সংবাদ উপস্থাপক মারভিয়া মালিকের ওপর বন্দুকহামলা চালানো হয়েছে। লাহরে ২৩ ফেব্রুয়ারি রাতে দুজন সন্দেহভাজন তার ওপর গুলি চালায়। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) মারভিয়ার ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, মারভিয়া যখন একটি ফার্মেসি থেকে লাহোর ক্যান্টনমেন্ট এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন তখনই দুই বন্দুকধারী হামলা চালায়। খবর জিও নিউজের।

মামলা মারভিয়া উল্লেখ করেন, ট্রান্সজেন্ডার অধিকার সুরক্ষা আইন ২০১৮ নিয়ে তার মতামত শেয়ার করার পরে ফোনে হুমকি পাচ্ছিলেন তিনি।

গত বছর সেপ্টেম্বরে, কাউন্সিল অব ইসলামিক আইডিওলজি (সিআইআই) বলেছিল আইনটি ইসলামী শরিয়াহর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

জানা যায়, হামলার ঘটনার পর নিরাপত্তার জন্য তার বাড়ি ছেড়ে লাহোরের বাইরে চলে গেছেন মারভিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App