×

আন্তর্জাতিক

২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু ৫৭৯

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১২ এএম

২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যু ৫৭৯

ছবি: এপির

শনাক্ত এক লাখ ৩৫ হাজার

বিশ্বে করোনাতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ও সংক্রমণ দুটোই বেড়েছে। এসময়ে ৫৭৯ জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছেন এক লাখ ৩৫ হাজার ৩৮৯ জন।

আজ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে জানা যায় এ তথ্য। খবর এপির।

করোনার শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে ৬৭ লাখ ৯৩ হাজার ৩৫৩ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৯০ লাখ ১০ হাজার ৩২ জনে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জার্মানিতে। দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

প্রাণহানির এ তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই জার্মানি, জাপান, তাইওয়ান, রাশিয়া, ফ্রান্স ও ব্রাজিলের মতো দেশগুলোর অবস্থান। জার্মানিতে গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৭৬৩ জন সংক্রমিত এবং মারা গেছেন ১০৪ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ৩ কোটি ৮০ লাখ ৪৩ হাজার ৮৭৪ জন এবং মোট মারা গেছেন এক লাখ ৬৭ হাজার ৪৯১ জন।

গত ২৪ ঘণ্টায় জাপানে সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ২০২ জন এবং মারা গেছেন ৭২ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩১ লাখ ১৭ হাজার ৩৬২ জন শনাক্ত এবং ৭১ হাজার ৮০৯ জন মারা গেছেন।

শনাক্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন এক হাজার ৮৮০ জন।

এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৬৯ লাখ ৯২ হাজার ১৫৪ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৯৮ হাজার ৬৯ জনের। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৩ হাজার ১০০ জন এবং মারা গেছেন ১৩০ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ১০ কোটি ৫০ লাখ ৭৬ হাজার ৯০১ জন শনাক্ত এবং ১১ লাখ ৪৩ হাজার ৫৮৩ জন মারা গেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App