×

আন্তর্জাতিক

‘চোখ রাঙানি’ বন্ধ চায় চীন-রাশিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩৬ পিএম

‘চোখ রাঙানি’ বন্ধ চায় চীন-রাশিয়া

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ছবি: ডয়চে ভেলে

চীন ও রাশিয়া একটি ‘মাল্টি পোলার’ বা বহু মেরুর বিশ্ব প্রতিষ্ঠায় বদ্ধপরিকর যেখানে কোনো দেশের একক আধিপত্য থাকবে না বলে জানিয়েছেন মস্কো সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বুধবার (২২ ফেব্রুয়ারি) মস্কো শহরে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক বৈঠকে ওয়াং বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিন পিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চেষ্টায় দুই দেশের মধ্যে একটি ‘অত্যন্ত শক্তিশালী’ সম্পর্ক তৈরি হচ্ছে। খবর ডয়চে ভেলের।

ওয়াং আরো বলেন, রাশিয়া ও চীন এমন একটি বহুমেরুর বিশ্ব প্রতিষ্ঠায় বদ্ধপরিকর যেখানে কোনো একটি দেশের আধিপত্য থাকবে না। বুধবার দুই দেশের মধ্যে নতুন আরো কিছু চুক্তি ও বোঝাপড়া হবে।

তবে সেসব চুক্তির বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App