×

আন্তর্জাতিক

মোগাদিসুতে জিহাদি হামলায় নিহত ১০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৫০ পিএম

মোগাদিসুতে জিহাদি হামলায় নিহত ১০

ছবি: সংগৃহীত

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি ভবনে আল-শাবাব যোদ্ধাদের হামলায় ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

মঙ্গলবার দেশটির সরকার এ কথা জানিয়েছে। খবর এএফপির।

সরকার জানায়, উত্তরাঞ্চলীয় আব্দিয়াজিজ জেলায় গ্রিনিচ মান সময় ১২টার দিকে এ হামলা চালানো হয়। এতে তিন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

সরকার জানায়, হামলা চলাকালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই ভবন এবং পার্শ্ববর্তী বাসাবাড়ি থেকে আরও অনেক বেসামরিক নাগরিককে উদ্ধার করে। জঙ্গি গ্রুপ আল-শাবাব এ হামলা চালানোর দাবি করেছে। আল-কায়েদার সঙ্গে গ্রুপটি সম্পর্ক রয়েছে। মোহাম্মাদ আলী নামের এ সেনাসদস্য জানান, হামলাকারীরা প্রধান প্রবেশ পথে বিস্ফোরণ ঘটানোর পর ভবনটিতে হামলা চালায়। তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

তিনি জানান, তারা ফ্রন্টলাইনে পরাজিত হওয়ার পর বেসামরিক লোকজন থাকা ভবনগুলোতে হামলা চালায়।

সাম্প্রতিক মাসগুলোতে সোমালি সেনাবাহিনী ও স্থানীয় মিলিশিয়ারা মার্কিন বিমান হামলার এবং ‘এটিএমআইএস’ নামে পরিচিত আফ্রিকান ইউনিয়ন বাহিনীর সহযোগিতায় চালানো এক অভিযানে জঙ্গিদের কাছ থেকে বিশাল এলাকা পুনরুদ্ধার করে। তবে এখনো দেশটির অনেক এলাকা আল-শাবাব গ্রুপের নিয়ন্ত্রণে রয়েছে। ২০০৭ সাল থেকে তারা সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App