×

আন্তর্জাতিক

‘নিউ স্টার্ট’ চুক্তি থেকে রাশিয়ার সরে আসা ‘দুর্ভাগ্যজনক’: ব্লিঙ্কেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:০৫ পিএম

রাশিয়ার পারমাণবিক অস্ত্র চুক্তি স্থগিতের সিদ্ধান্ত ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। একই সঙ্গে ‘নিউ স্টার্ট’ চুক্তি থেকে রাশিয়ার সরে যাওয়ার সিদ্ধান্তকে ‘দায়িত্বহীন’ বলেও বর্ণনা করেছেন বাইডেন প্রশাসনের এই মন্ত্রী।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) গ্রিসের রাজধানী এথেন্সে মার্কিন দূতাবাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি। অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘আমাদের দুই দেশের সম্পর্ক যে পর্যায়ে থাকুক না কেন কৌশলগত অস্ত্রের সংখ্যা সীমিত করার বিষয়ে আমরা রাশিয়ার সঙ্গে যেকোনো সময় আলোচনায় বসতে এখনো প্রস্তুত আছি।’

আরো পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তি স্থগিত রাশিয়ার

এর আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কৌশলগত পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’ স্থগিতের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ‘আমি ঘোষণা করতে বাধ্য হচ্ছি যে, রাশিয়া কৌশলগত অফেনসিভ আর্মস চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App