×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তি স্থগিত রাশিয়ার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:২১ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক চুক্তি স্থগিত রাশিয়ার

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কৌশলগত পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’ স্থগিতের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ‘আমি ঘোষণা করতে বাধ্য হচ্ছি যে, রাশিয়া কৌশলগত অফেনসিভ আর্মস চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করছে।’

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রুশ রাজনৈতিক ও সামরিক অভিজাত ব্যক্তিদের উদ্দেশে দেয়া বক্তব্যে এ ঘোষণা দেন পুতিন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি প্রথমে পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করে, তাহলে রাশিয়ারও সে বিষয়ে প্রস্তুতি নেয়া প্রয়োজন।’ খবর বিবিসির।

‘নিউ স্টার্ট’ হলো রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান সবশেষ পারমাণবিক অস্ত্র চুক্তি। ২০১০ সালে স্বাক্ষরিত চুক্তিটি ২০২১ সালে পাঁচ বছরের জন্য বর্ধিত করা হয়। চুক্তি অনুযায়ী, দু’পক্ষই তাদের পারমাণবিক অস্ত্র এক হাজার ৫৫০টির মধ্যে সীমিত রাখবে, যা আগের ‘স্টার্ট’ চুক্তির চেয়ে কম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App