×

আন্তর্জাতিক

কৃষ্ণ সাগর থেকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০৮ পিএম

কৃষ্ণ সাগর থেকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তি হতে মাত্র ছয়দিন সময় আছে। এরই অব্যবহিত সময় আগে কৃষ্ণ সাগর থেকে দেশটিতে চারটি কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) ইউক্রেনের বিমান বাহিনীর বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, ‘দখলদার রুশ বাহিনী ১৮ ফেব্রুয়ারি (শনিবার) কৃষ্ণ সাগর থেকে চারটি কালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এছাড়া, আটকানো হয়েছে দুটি ক্ষেপণাস্ত্র।’

ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তরের প্রধান কর্মকর্তা আন্দ্রি ইয়ারমাক বলেন, ‘রাশিয়া কৌশলগত বিমান ব্যবহার করে, বিশেষ করে দখলকৃত অঞ্চলগুলোর ওপর ক্ষেপণাস্ত্র ছুড়ছে।’

এদিকে, শনিবার খমেলতেনস্কি শহরে দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন ওই অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান সেরহি হামালি। টেলিগ্রাম পোস্টে তিনি জানিয়েছেন, রাশিয়ার হামলায় একটি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া হামলার কম্পনে কয়েকটি বেসামরিক ভবন, তিনটি শিক্ষা প্রতিষ্ঠান ও কয়েক শ’ জানালা ভেঙে পড়েছে। এতে আহত হয়েছেন দুজন। তবে তাদের অবস্থা এখন স্থিতিশীল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App