×

আন্তর্জাতিক

তেলের দাম ১০০ ডলার ছাড়াবে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৭ এএম

তেলের দাম ১০০ ডলার ছাড়াবে না

ছবি: রয়টার্সের

রাশিয়া তেলের উত্তোলন কমালে বিশ্ববাজারে সরবরাহ সংকট সৃষ্টি হতে পারে বলে অনেকেই শঙ্কা প্রকাশ করেছিল। বিশ্লেষকরা মনে করেছিল, প্রতি ব্যারেল জ্বালানি পণ্যটির দাম ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে। তবে সকল সম্ভাবনা নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠান জে.পি.মরগ্যান।

স্থানীয় সময় শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে এই দাবি করে মার্কিন কোম্পানিটি। খবর রয়টার্সের।

প্রতিষ্ঠানটি বলছে, আপাতত চলতি বছর তেমনটা হবে না। এই বছর উল্লেখযোগ্য ভূরাজনৈতিক কোনো অঘটন না ঘটলে ব্যারেলপ্রতি জ্বালানি তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর সম্ভাবনা নেই।

নোটে জানানো হয়, আগামীতে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ বাড়াবে উত্তোলনকারী দেশগুলোর সংগঠন এবং তাদের মিত্রদের জোট ওপেক প্লাস। এছাড়া ২০২৩ সালের মাঝামাঝি সময়ে উত্তোলন প্রবাহ বাড়াবে রাশিয়া। সার্বিক বিবেচনায় তেলের দাম ১০০ ডলার ছাড়াবে না।

ওপেকের সদস্য দেশগুলো এবং রাশিয়া চাচ্ছে ব্যারেলপ্রতি জ্বালানি পণ্যটির মূল্য রাখতে ৮০ ডলারের মধ্যে। এতে উত্তোলন কোটা কমাতে হবে না।

সামনে প্রতিদিন ৪ লাখ ব্যারেল তেল সরবরাহ করবে ওপেক। এছাড়া সৌদি জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুলআজিজ বিন সালমান বলেছেন, সংগঠনটির দৈনিক ২০ লাখ ব্যারেল তেল উত্তোলন কমানোর সিদ্ধান্ত চলতি বছরের শেষদিকেই বাতিল হয়ে যাবে।

জে.পি.মরগ্যানের বিশ্লেষকরা বলছেন, আগামী জুনে রাশিয়া পুরোদমে উৎপাদনে যাবে। বর্তমানে অপরিশোধিত প্রতি ব্যারেল ব্রেন্টের দাম ৮৪ ডলার। যে কারণে যুক্তরাষ্ট্রও সেই হারে তেল সঞ্চয় করছে না।

অধিকন্তু চীনে জ্বালানি পণ্যটির চাহিদা বাড়বে। একে ঘিরে বাড়তি লাভের আশায়, অনেকে জোগান দেয়ার চেষ্টা করবে। ফলে বাজারে তেলের সরবরাহ পর্যাপ্ত থাকবে। তাই কোনোভাবেই তা ১০০ ডলার ছাড়াবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App