×

আন্তর্জাতিক

তুরস্কের জন্য বিলিয়ন ডলারের তহবিল চায় জাতিসংঘ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৪৭ পিএম

তুরস্কের জন্য বিলিয়ন ডলারের তহবিল চায় জাতিসংঘ

সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পের আঘাতে বিপর্যয় নেমে এসেছে তুরস্ক ও সিরিয়ায়। এ পরিস্থিতিতে দেশ দুটির সাহায্যে বিভিন্ন দেশ ও আর্থিক সংস্থার পাশাপাশি এগিয়ে এসেছে জাতিসংঘ।

সিরিয়ানদের জন্য ৪০০ মিলিয়ন ডলারের তহবিল গঠনের ঘোষণার দুদিন পর এবার তুরস্কের জন্য এক বিলিয়ন ডলারের তহবিল প্রস্তুতের কাজে হাত দিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘের ত্রাণবিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথ সম্প্রতি তুরস্ক সফর করেছেন। দেশটির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত তুরস্কের নাগরিকরা অবর্ণনীয় কষ্টে দিনাতিপাত করছেন। তাদের এই দুঃসময়ে আমাদের পাশে দাঁড়াতে হবে।

গত ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে তুরস্ক ও সিরিয়ায়। দুই দেশ মিলিয়ে এখন পর্যন্ত নিহতের সংখ্যা প্রায় ৪২ হাজার। এর মধ্যে ৩৭ হাজার মানুষ মারা গেছেন তুরস্কে। সিরিয়ায় বন্ধ হয়ে গেলেও তুরস্কে এখনো অব্যাহত আছে উদ্ধার তৎপরতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App